উদয়পুর মন্দির নগরীতে মাদক ও অবৈধ মদের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত। দায়িত্ব নেওয়ার পর থেকেই উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় যুব সমাজকে নেশার কবল থেকে মুক্ত রাখতে সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন।
সোমবার বিকেলে খবর আসে—উদয়পুর সোনামুড়া চৌমুহনী মসজিদ রোডে সন্দেহজনকভাবে একটি গাড়ি ঘোরাফেরা করছে এবং তাতে অবৈধ বিলেতি মদ বহন করা হচ্ছে। খবর পেয়ে দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে টি.আর.০৩ ডি ৩৪৭৯ নম্বরের অটো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে।
তল্লাশিতে গাড়ি থেকে উদ্ধার হয় প্রায় *২৫৩ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ*, যার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকারও বেশি। ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদয়পুর মহকুমায় মাদক ও অবৈধ মদ পাচারের বিরুদ্ধে এই অভিযান চলবে অব্যাহতভাবে। দেবাঞ্জলি রায়ের নেতৃত্বে পুলিশের এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।